সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শ্রেষ্ঠ চেয়ারম্যান

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। জেলা প্রশাসকের উদ্যোগে মাসিক স্টাফ রিভিউ সভায় কর্মক্ষেত্রে সঠিকভাবে, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ শফিকুল ইসলাম শিমুলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিদায় ও নবীনবরণ

ম জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম লিচু, বিদু্যৎসাহী সদস্য এ ই এম মাসুদ রেজা, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত প্রমুখ।

দোয়া অনুষ্ঠান

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি গোলাম ছরোয়ার মোল্যা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক আছাদুজ্জামান।

মঙ্গল কামনা

ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা চরফ্যাশন উপজেলার 'চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার' ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক কাজি, সহ-সভাপতি শাহাদাত হোসেন সাদু মোলস্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী।

অবহিতকরণ প্রশিক্ষণ

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে ৪ দিনব?্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক নাহিদ রসুল। ইউএনও ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, ওসি মমতাজুল হক, পিআইও মিঠুন কুন্ডু, সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান।

মিলাদ মাহফিল

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রফিকুল ইসলাম রানার শ্বশুর মরহুম মীর ছানোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের ছেলে ব্রম্ননাইয়ের ব্যবসায়ী মীর জিয়াউল হক বিপস্নব, অপর ছেলে এটুজেড ডিজিটাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মীর মোহাম্মদ রেজাউল, শামসুল হক ভূঁইয়া, ব্রম্ননাই সরকারের সাবেক সচিব (অবসরপ্রাপ্ত) কামালউদ্দিনসহ ৫ সদস্যের একটি সফরকারী দল, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, এটুজেড ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান ভিপি নাইম আহাম্মেদ মোলস্নাসহ মরহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠান

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর মামদী মোলস্না উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ওয়াহিদা সুলতানার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সন্‌িজত চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. বিলস্নাল হোসেন মোলস্না, বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মো. নাসির উদ্দীন মোলস্না, সহকারী প্রধান শিক্ষক মো. মোকসুদুর রহমান রতন।

অবহিতকরণ সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে 'চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ফর চেঞ্জ (সিওয়াইসিসি) প্রকল্পের' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগারে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পটির সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বাদল নং মিন। প্রকল্পের প্রোগ্রাম অফিসার অনন্যা চিসিসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

প্রশিক্ষণ কর্মশালা

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সহায়তায় ও 'ভরসার নতুন জানালা' প্রকল্পের উদ্যোগে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এটিএম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুইয়া, ফারুক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, ইউসিবি ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন। আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

মতবিনিময় সভা

ম গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম ও সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুলস্নাহ যুনাইদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, অধ্যাপক জহুরুল কাইয়ুম।

দোয়া অনুষ্ঠান

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে, ২০২৪ দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার একাডেমি প্রাঙ্গণে অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে আলোচক ছিলেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ. সাত্তার, সহযোগী অধ্যাপক মাওলানা হাজী বশিরুলস্নাহ, গভর্নিং বডির সভাপতি আ. রাজ্জাক মন্ডল, অভিভাবক হাজী মাওলানা মফিজুল ইসলাম, শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিনা, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের শফিকুল ইসলাম, একাডেমির উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইন প্রমুখ।

প্রতিযোগিতা অনুষ্ঠান

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে কোঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন মিঠু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে