রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দুর্গাপুরে শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযান

মহান ভাষার মাস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনার আঙিনা পরিচ্ছন্নতা অভিযান, তারুণ্যের শিল্প আড্ডা ও বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই কর্মসূচির আয়োজন করে 'জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন'। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন- বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনপদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াসিম উদ্দিন, সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক কবি দুনিয়া মামুন, সাংবাদিক আরিফুর রহমান পাপন, কবি বিদু্যৎ সরকার, শিক্ষক জাহাঙ্গীর আলম, জাকিয়া সুলতানা জবা, বীর মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল ইসলাম, কবি মাহমুদুল হাসান শাওন, মতিউর রহমান, সাইফুল ইসলাম, বিকাশ সরকার, আবিদুর ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম খানসহ জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে