শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
তিন জেলায় ৪ জনের অপমৃতু্য

ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

স্বদেশ ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে আত্মহত্যা করেছে স্বামী। এদিকে কক্সবাজারের টেকনাফে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া বাগেরহাট ও পিরোজপুরের আরও তিনজনের অপমৃতু্যর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে কলহের জেরে স্ত্রীকে বেঁধে রেখে আহাদ (২৮) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাটোর জেলার লালপুর থানার পুরনো ঈশ্বরদী যোগাদা গ্রামের ইউনুস আলীর ছেলে।

ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, 'সম্ভবত পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। সুরতহাল প্রতিবেদন তৈরি করছি তদন্তসাপেক্ষে জানা যাবে মৃতু্যর কারণ।'

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে তুচ্ছ গোলাম আকবর (৪০) নামে একদিন মজুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়েছে। এর আগে ১৯ ফেব্রম্নয়ারি নিজ বসতঘরের উঠানে একদল দুষ্কৃতকারী লোহার রড ও গাছের লাঠি নিয়ে হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করেন।

নিহত গোলাম আকবর প্রকাশ লালু উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার নুর আহমেদ প্রকাশ নুরুর ছেলে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী দেপাড়া বাজারের একটি মুদিদোকানে আগুন লেগে দোকানে আটকে পড়ে অগ্নিদ্বগ্ধে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত আমিরুল ইসলাম (১৬) কচুয়া ধোপাখালী এলাকার রেজাউল ইসলামের ছেলে। আর আহতরা হলেন স্থানীয় মোনেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫), লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন (১৫)। শুক্রবার বিকেলে এ ঘটনার পর অগ্নিদ্বগ্ধ ৩ জনকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে রাতে আমিরুল ইসলাম মারা যায়।

বাগেরহাট প্রতিনিধি আরও জানান, বাগেরহাটের চিতলমারীতে ধানক্ষেতে ইদুর মারার জন্য ইলেক্ট্রিক ফাঁদে বিদু্যৎস্পৃষ্ট হয়ে সাথী আক্তার (৩০) নামে একজন নারী নিহত হয়েছেন। শনিবার উপজেলার বারাশিয়া এলাকার জনৈক হানিফের মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশের সুরতহাল করেছে। নিহত সাথী আক্তার বারাশিয়া গ্রামের অহিদ শেখের মেয়ে।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে বিদু্যৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হান্নান উত্তর কলারন দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণির ছাত্র। জানা গেছে, হান্নান ফকির সকালে তাদের বোরো ধানে মটার দিয়ে পানি দিতে গিয়ে বিদু্যস্পৃষ্টে হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের গাড়ি খরব দিলে গাড়ি আসার আগেই হান্নানের মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে