শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন - মুক্তিযুদ্ধমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৪, ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে সুফলভোগীদের মধ্যে মুরগি ও উপকরণ বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক -যাযাদি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী এ দেশের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্যের উন্নয়নের জন্য নানা প্রকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এর আগেও এসব পরিবারের মধ্যে গরু, হাঁস, ছাগল বিতরণসহ পানীয় জলের অভাব পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের মধ্যে যে মুরগি বিতরণ করা হচ্ছে এগুলোর যত্ন করতে হবে। ঠিকমতো যত্ন করা না হলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এসব জাতের মুরগি প্রতি বছর কমপক্ষে ২৩০টি ডিম দিতে সক্ষম। এসব ডিম বিক্রি করে আপনাদের পরিবারে কিছুটা হলেও অর্থের অভাব পূরণ করবে। বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন করা যাবে। আর এতেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য পূর্ণ বাস্তবায়ন হবে।'

গত বুধবার বিকালে তিনি গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষে নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে মুরগি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলার ২৫৮টি পরিবারের মধ্যে ২০টি মুরগির বাচ্চা ও মুরগির খাবার, ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় তিনি আরও বলেন, 'এসব মুরগির বাচ্চা যাতে কোনো রোগে ক্ষতিগ্রস্ত না হয়, তার তদারকির জন্য প্রতিটি গ্রামে একটি করে টিম লিডার গঠন করতে হবে। যাতে টিম লিডার আপনাদের সহযোগিতা করতে পারে। আপনারা সব সময় উপজেলায় আসতে পারবেন না। তাই তারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আপনাদের মুরগির রোগ সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে।'

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত পলস্নী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সভপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপস্নব পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা কর্মকর্তা নাসরিন আরা পোষণ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে