শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

যাযাদি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে এই 'নৈরাজ্য' বন্ধ করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বুধবার এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানায় সংগঠনটি।

সংগঠনটি বলছে, জ্বালানি তেলের মূল্য কমিয়ে সরকার যখন বাস ভাড়া কমানোর চেষ্টা করছে, এমন সময়ে কমানো ভাড়া কার্যকর করার পরিবর্তে পবিত্র ঈদুল ফিতরের যাতায়াতে দেশের বিভিন্ন রুটে বাস, লঞ্চ, উড়োজাহাজসহ বিভিন্ন শ্রেণির গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের নামে নৈরাজ্য শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যকারী গণপরিবহণগুলোকে কাগুজে বাঘের মতো হুঁশিয়ারি দিলেও কার্যকর অর্থে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এবারের ঈদের অনলাইন টিকিটে বিভিন্ন রুটে বিভিন্ন শ্রেণির পরিবহণ কোম্পানিগুলো প্রকাশ্য অতিরিক্ত ভাড়া আদায় করেছে। তাদের বিরুদ্ধে অতীতের মতো কোনোধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আকাশপথেও দিগুণ-তিনগুণ দামে বিমানের টিকিটি বিক্রি হচ্ছে। সড়ক পথে বিভিন্ন দূরপালস্নার রুটে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেড়গুন বাড়তি ৮, ৯ ও ১০ এপ্রিল কোথাও দিগুণ, কোথাও তিনগুণ বাড়তি দামে বাসের টিকিট বিক্রি হচ্ছে। নৌ-পথে বিভিন্ন রুটে কেবিনে ক্ষেত্রে দিগুণ-তিনগুণ বাড়তি ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে