মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
৪ জেলায় গ্রেপ্তার আরও ১২

ঝিনাইদহে যুবক হত্যায় গ্রেপ্তার ৬

স্বদেশ ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামের আদিবাসী পলস্নীতে চড়কপূজায় কাদা খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছের্ যাব। এছাড়াও ৪ জেলায় লক্ষ্ণীপুর, নাটোর, কিশোরগঞ্জের বাজিতপুর ও কুলিয়ারচর, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অপহরণ, হামলা, ছিনতাই ও জুয়া খেলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামের আদিবাসী পলস্নীতে চড়কপূজায় কাদা খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছের্ যাব। সোমবার দিবাগত রাতে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমের্ যাব এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রসেনজিৎ বিশ্বাস (২৬) এবং পলাশ বিশ্বাস (১৬)।

লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ৪ কর্মীর ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের লক্ষ্ণীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুমন আহমেদ ও একই এলাকার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া এলাকার নাজমুল হক বাবু।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহেরবালী পশ্চিমপাড়া গ্রামে আলি মাহমুদের বাড়িতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পুলিশ মো. মিনহাজ উদ্দিনকে (৩৫) গত রোববার গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় পুলিশ গতকাল সোমবার কিশোরগঞ্জ কোর্টে আসামি মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহানের নির্দেশে সোমবার সকালের দিকে ছিনতাইয়ের ঘটনায় ২ জন ও জুয়াখেলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বেলাব উপজেলার তানা লক্ষ্ণীপুর গ্রামের শহীদুলস্নার ছেলে মো. রুবেল মিয়া (৩৫), পূর্ব রায়পুরা গ্রামের কাসেম মিয়ার ছেলে রাসেল উরফে রবিন (২০), মৃত আইনচান মিয়ার ছেলে হারুন মিয়া (৪৫), মৃত গোলাপ মিয়ার ছেলে শাহআলম (৩৭), হাশেম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০), তাদের সবার বাড়ি কুলিয়ারচর উপজেলার ধোপাখালি বলে পুলিশ নিশ্চিত করেন।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চালসহ জুয়েল মিয়া নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল মিয়া (২৮) উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সোমবার বিকালে চুনারুঘাট থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ শাকির মোহাম্মদ বাজারে মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে ২৯ বস্তায় ৮৭০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্য অধিদপ্তর লেখা চাল জব্দ করেন এবং জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে