শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এডিস মশার লার্ভা পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই জেল-জরিমানা : আতিকুল

যাযাদি রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
এডিস মশার লার্ভা পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই জেল-জরিমানা : আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিলের পর থেকে যে-সব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদেও জেল-জরিমানা করা হবে। এমনকি সরকারি অফিসে বা সিটি করপোরেশনের কোনো অফিসে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা ও জেল-জরিমানা হবে।

সোমবার সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা, মিরপুর সেকশন ০৭, ২৩ নম্বর রোডে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী প্রচার তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে যে-সব বাড়িতে ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের জরিমানা করা হবে। ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই ৫ দিন জেল-জরিমান হবে না।

মেয়র বলেন, মশা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী। কিন্তু অত্যন্ত হিংস্র। যার কামড়ে আমাদের মৃতু্য হচ্ছে। এই মৃতু্য ঠেকাতে হলে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। এলাকা পরিষ্কার করতে পারলে আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে।

এ সময় মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযান চলবে বলেও জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে এডিসের লার্ভা জন্মাতে পারে এমন পরিত্যক্ত দ্রব্যাদি কেনার ঘোষণা দেন তিনি।

এডিস মশা নিয়ন্ত্রণে পরিত্যক্ত দ্রব্যাদির মূল্য তালিকা তুলে ধরে তিনি জানান, চিপসের প্যাকেট/সমজাতীয় প্যাকেট (প্রতি পিস) ১ টাকা, আইসক্রিমের কাপ, ডিসপসেবল গস্নাস/কাপ (প্রতি পিস) ১ টাকা, ডাবের খোসা (প্রতি পিস) ২ টাকা, কন্ডেন্স মিল্ক এর কৌটা (প্রতি পিস) ২ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে