রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বরিশাল অফিস
  ০১ জুন ২০২৪, ০০:০০
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সম্মানিত অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও অ্যাডভোকেট তাপস কুমার পাল, বিসিসি মেয়রপত্নী সমাজসেবক লুনা আব্দুলস্নাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে