রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১১ জুন ২০২৪, ০০:০০
ভাসানী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ে সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইনে 'সঠিক তথ্য প্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য অধিকার বিষয়ে প্রচার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. ফরহাদ হোসেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর একে ওবায়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ডক্টর এআরএম সোলাইমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ডক্টর মো. আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির আহ্বায়ক ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক এবং তথ্য অধিকার আইন ও তথ্য সেবা কমিটি এপিএ কমিটির সদস্য সচিব মো. সামছুল আলম।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে