রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জলঢাকায় অধ্যক্ষের অপসারণ দাবিতে অভিভাবক সমাবেশ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ০০:০০
জলঢাকায় অধ্যক্ষের অপসারণ দাবিতে অভিভাবক সমাবেশ

নীলফামারীর জলঢাকা কৈমারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলুর সীমাহীন দুর্নীতি, দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত, প্রতিষ্ঠান পরিচালনায় খামখেয়ালীপনা ও তার অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে সুধী ও অভিভাবক সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বোডির সদস্যরা।

সোমবার সকালে প্রতিষ্ঠান মাঠে কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য সাইদার রহমান মাস্টারের সভাপতিত্বে এসময় অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মামুনর রশিদ মান্দু, শাহিন আলম, সাইদুল হক, সোহেল মিয়া, সালমা বেগম, ব্যবসায়ী রশিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, যুবলীগ নেতা মোকছুদার রহমান (লেলিন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

1

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, এসব অভিযোগ নিয়ে কেউ আসেনি, যদি ভবিষ্যতে আসে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে