মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গা সীমান্তে ১৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
চুয়াডাঙ্গা সীমান্তে ১৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে ১৬ কেজি ৩০০ গ্রাম ওজনের রুপা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির একটি টিম সীমান্ত পিলার ৮৯ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর কদমতলা বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তিকে সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যেতে দেখে। তাকে দাঁড় করাতে গেলে সে পালিয়ে যায়। এরপর জনসাধারণের সামনে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া মোটরসাইকেলে ঝোলানো একটি পস্নাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধার করা ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭.৪৬ ভরি) ওজনের ভারতীয় চান্দি রুপাসহ চোরাকারবারির ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। উদ্ধার করা ভারতীয় চান্দি রুপাগুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে