মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র উপকূলে একটি মৃত 'স্পিনার ডলফিন' ভেসে এসেছে। শুক্রবার বিকালে ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। এর দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ও ওজন ৯৫ কেজি। বয়স্ক হওয়ায় এবং দীর্ঘদিন শিকার করতে না পারায় খাবারের অভাবে অসুস্থ হয়ে তার মৃতু্য হতে পারে বলে ধারণা করছেন সমুদ্র বিজ্ঞানীরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, 'মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাঁত সব ভোঁতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। দীর্ঘদিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃতু্য হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে