মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার বাউফল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, এবিএম মিজানুর রহমান, জিতেদ্রনাথ রায়, সাবেক সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ ও আবুল বশার।

বক্তারা বলেন, '৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুর্বৃত্তরা কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের ওপর হামলা, প্রথম আলোর মিজানকে বিভিন্নভাবে হুমকি, ভোরের আকাশ পত্রিকার ফিরোজের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে