বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

গৌরীপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করল সেনাবাহিনী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গৌরীপুরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করল সেনাবাহিনী

ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে গৌরীপুরে দ্বায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল। সোমবার পরিত্যক্ত অবস্থায় থাকা মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, গত ২৯ আগস্ট সকাল ১০টায় গৌরীপুর মাছ মহাল সড়কে গতিরোধ করে হিম্মত নগর গ্রামের আবুল হাসিমের মোটর সাইকেলটি অজ্ঞাত কয়েকজন ছিনতাইকারী মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি আবুল হালিমের চাচা আজহারুল ইসলাম ফারুকী নয়ন গৌরীপুরে দ্বায়িত্বে থাকা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তাকে জানালে তিনি খোঁজখবর নিতে থাকেন। সোমবার বিকালে শাহগঞ্জ বাজারের পরিত্যক্ত একটি দোকান ঘরের বারান্দা থেকে তা উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যায় মেজর ইশরাক মোটর সাইকেলটি নয়ন ও আবুল হালিমের কাছে হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে