শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বৃহস্পতিবার বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন। চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, দেশের অন্যতম ব্যস্ততম নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। যার ফলে থমকে থাকা আঞ্চলিক অ্যাভিয়েশন হাব তথা ইন্টারন্যাশনালকরণের কাজ আবার শুরু হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরটির রিজিওনাল হাব করা হবে। সে ধারাবাহিকতায় ভুটান, নেপাল ও ভারতের এয়ারলাইলসগুলো এ বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। মহাপরিকল্পনা অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে ডায়ানামিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে বর্তমান যে রানওয়ে রয়েছে এর পাশে নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে। এর আগে বেবিচক চেয়ারম্যান সৈয়দপুর বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ছিলেন বেবিচক সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর একেএম জিয়াউল হক, সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে