সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে 'চাইল্ড সেইফটি নেট' প্রকল্পের সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কক্সবাজারে 'চাইল্ড সেইফটি নেট' প্রকল্পের সভা অনুষ্ঠিত
কক্সবাজারে প্রকল্প অবহিতকরণ সভায় সদর ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় -যাযাদি

কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র 'চাইল্ড সেইফটি নেট' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সরকারি প্রতিনিধি, বেসরকারি সংস্থা, গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগী প্রতিনিধিদের সঙ্গে প্রকল্পের লক্ষ্য, সামগ্রিক কার্যক্রম, এবং বাজেট প্রকাশ করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র কক্সবাজার প্রজেক্ট ম্যানেজার ফ্র্যান্সিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর মি. শ্যামল ফ্রান্সিস রোজারিও। এ সময় তিনি দীর্ঘমেয়াদি প্রকল্পের অবহিতকরণ প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেন।

চাইল্ড প্রটেকশন এডুকেশন অ্যান্ড জেসি কো-অর্ডিনেটর শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন পেশা ও দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।

বক্তরা বলেন, প্রকল্পের উদ্দেশ্য হলো শিশুরা তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। শিশু শ্রম হ্রাসকরণে কার্যক্রম পরিচালনা করা। শিশু কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে শিশুদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে স্পন্সরশিপ বিষয়ক কার্যক্রম পরিচালনা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে