শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

'কমিটি করে পূজামন্ডপ পাহারা দেবে জামায়াত'

নাটোর প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
'কমিটি করে পূজামন্ডপ পাহারা দেবে জামায়াত'

'পরাজিত শক্তি আওয়ামী ফেসিস্ট সরকারের দোষররা যেন পরিকল্পিতভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। তাই প্রতিটি মন্ডপের জন্য কমিটি করে নিজস্ব উদ্যোগে পূজামন্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে পাহারা দেবে জামায়াতের কর্মীরা।'

শনিবার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম এসব কথা বলেছেন।

তিনি বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপস্নবের পর চাইলে অনেক কিছুই করা সম্ভব ছিল। কিন্তু জামায়াত সেটা না করে উল্টো মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-গির্জা এবং জনরোষ মোকাবিলায় থানায় রাত-দিন পাহারা দিয়েছে।

বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে মডেল মসজিদ অডিটরিয়ামে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলস্নাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে