বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সুজানগরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সুজানগরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

পাবনার সুজানগর উপজেলায় আকুব্বর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত ৮টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপীনপুর মোড়ে এই ঘটনা ঘটে। আহত আকুব্বর শেখ মানিকহাট ইউনিয়ন রায়পুর মাছপাড়া গ্রামের মৃত গণি শেখ ছেলে।

জানা যায়, আকুব্বর রাতে গুপীনপুর মোড়ে চা খেতে গেলে ইউনিয়ন ছাত্রদলের নেতা মিলনের নেতৃত্বে হুমায়ুন কবির, রাহাদ, সাগর, অনিক, আলমসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আকুব্বরকে কুপিয়ে জখম করে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুজানগর থানার ওসি সাকিউল আজম বলেন, এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে