শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজের হত্যার ১ বছর পর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার শহরের চৌরঙ্গীর মোড়ে প্রেস ক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, আশরাফুজ্জামান শামীম, গোলাম জাহিদ, আব্দুল কুদ্দুস, নিহতের বাবা নিজাম উদ্দিন মা রেহেনা বেগম ও স্ত্রী শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৭ নভেম্বর মহম্মদপুর উপজেলার নোহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয় রিয়াজকে। তখনকার সময় ধরে প্রায় ১ বছরে বার বার থানা পুলিশ করেও কোনো বিচার পায়নি নিহতের পরিবার। পুলিশ চাইলে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে