রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

লালনের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হচ্ছে স্মরণোৎসব

কুষ্টিয়া প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
লালনের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হচ্ছে স্মরণোৎসব
লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আঁখড়া বাড়িতে লালন স্মরণোৎসবে যোগ দিতে মাজার প্রাঙ্গণে আসছেন ভক্তরা -যাযাদি

ভাববাদী লৌকিক ধর্ম-সম্প্র্রদায়ের সাধন সংগীত স্রষ্টা বাউল সম্রাট লালন ফকির। চৈত্রের এক দোলপুর্ণিমার দিনে দুরারোগ্য এক ব্যাধি নিয়ে লালন সাইজির আবির্ভাব ঘটেছিল ছেউড়িয়ার কালী নদীর ঘাটে। এরপর থেকে সাঁইজী তার জীবদ্দশায় সাধুসঙ্গ করতেন। সাঁইজী দেহত্যাগের পর তার স্মৃতিকে ধরে রাখতে এবং মরমিবানীকে প্রচার করার জন্য অনুসারিরা এ দিনটিতে তাকে বিশেষভাবে স্মরণ করেন।

তারই ধারাবাহিকতায় বাউল সম্রাটের ফকির লালন সাঁইয়ের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আঁখড়া বাড়িতে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। ইতিমধ্যে মাজার প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন ভক্ত সাধু, লালন অনুসারী, আর দর্শনার্থীরা। আগামীকাল ১৭ অক্টোবর (১লা কার্তিক) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে লালন আঁখড়াবাড়িতে ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ হয়েছে। মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালি নদীর পাড়ে বসেছে বিশাল মেলা। লালন মঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভা এবং রাতভর লালন গানের জন্য। সেই সাথে লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানীরা পসরা সাজাতে এখন দিন-রাত কাজ করছেন কালী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে। ১৭ অক্টোবর সন্ধায় লালন সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার উদ্বোধন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে