মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণের ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে দাবি আদায় বাস্তবায়ন কমিটি। গত মঙ্গলবার বড়পুকুরিয়া বৈগ্রাম বাজারে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ১২টি ক্ষতিগ্রস্ত গ্রামের ক্ষতিপূরণ না দেওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবির ন্যায্যতা ও যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন- বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক আল বিরুনী। বক্তারা বলেন, আগামী ৬ নভেম্বরের মধ্যে ছয় দফা দাবি পূরণ করা না হলে কয়লাখনির প্রতিটি গেটে কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- খনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরির ব্যবস্থা করা, ভূকম্পনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিহীন পরিবারকে উন্নতমানের বাসস্থান, এককালীন ক্ষতিপূরণের টাকা প্রদান, বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে