বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে : দুলু

নাটোর প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
আওয়ামী লীগ এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে কুবুদ্ধি দিচ্ছেন। চক্রান্ত করার অপচেষ্টা করছেন। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না।'

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

শনিবার বিকালে উত্তরা গণভবনের পাশে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য-সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে