বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

দীর্ঘদিনের বিড়ম্বনার পর সৈয়দপুর শহরে সড়কের কাজ শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
দীর্ঘদিনের বিড়ম্বনার পর সৈয়দপুর শহরে সড়কের কাজ শুরু

দীর্ঘদিন বিড়ম্বনা পোহানোর পর নীলফামারীর সৈয়দপুরের সড়কগুলোর সংস্কার কাজ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে। যার ফলে ইতিমধ্যে শহীদ ডা. জিকরুল হক সড়কের চেহারাও পাল্টেছে। তার সঙ্গে শহরের কলিম মোড় এলাকার সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। তবে এখনো খালা-খন্দে ভরপুর ও ভাঙ্গা হওয়ায় বিভিন্ন যানবাহন, যাত্রী ও পথচারীদের মহাদুর্ভোগ পোহানো শহরের তামান্না সিনেমাহল মোড় হতে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের কাজ কবে শুরু হবে তা নিয়ে অপেক্ষার প্রতীক্ষা গুণছেন ভুক্তভোগিরা।

শনিবার সরেজমিন দেখা গেছে, সৈয়দপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী নিজেই সড়কের কাজ তদারকি করছেন। এ সময় কাজের মান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবাই কাজ দেখতে পারেন। কোনো নিম্নমানের কাজ নজরে এলে কাজ বন্ধ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে