বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

'আন্দোলন সংগ্রাম চলবে যতক্ষণ না জনগণের অধিকার আদায় হয়'

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
'আন্দোলন সংগ্রাম চলবে যতক্ষণ না জনগণের অধিকার আদায় হয়'

'আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আন্দোলন সংগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ না জনগনের অধিকার আদায় হয়। আমাদের কর্মী সভা কেবল শুরু। এই সভা এমনভাবে করতে হবে বিশেষ করে আপনাদের এই ঘোড়াঘাট উপজেলাহ রংপুর অঞ্চলের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে এবং সর্বোপরি উপজেলা এবং পৌরসভাকে আরও শক্তিশালী করতে হবে। এখন সুদিন আসছে অনেক মানুষ আপনার আমার এসে দাঁড়াবে, আমরা তাদের ধাক্কা মেরে সরিয়ে দিতে চাই না।'

শনিবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাহ্‌ মো. শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে