বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ববি শিক্ষার্থীকে চাপা দেওয়া বাস চালক গ্রেপ্তার

বরিশাল অফিস
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ববি শিক্ষার্থীকে চাপা দেওয়া বাস চালক গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দুই দিনের মধ্যেই শুক্রবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সসেম্মলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার জামিল হোসেন (২৭) ঘাতক পরিবহণ নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহণের বাসচাপায় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। তিনি ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে বাস চালককে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে