বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

'দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে'

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
'দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে'
'দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে'

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন বলেছেন, শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে না পেরে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা শ্রমিকদলের সভাপতি হেবজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসাইন আরও বলেন, হাসিনার পতনের আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শেখ হাসিনা চেয়েছিলেন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিন্তু হঠাৎ পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাত ও ধূলিস্যাত করতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এসব বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।'

সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে