বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগর আমির শাহাজাহান চৌধুরী বলেছেন, দেশের সব নাগরিকের কাছে ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করে চিন্তার বিশুদ্ধকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করার প্রচেষ্টা চালাতে হবে। ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আগ্রহী সৎ ব্যক্তিদের সংগঠিত করতে হবে।
গত শুক্রবার চট্টগ্রাম নগরের বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে পশ্চিম বাকলিয়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রসূলবাগ সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, বাকলিয়া থানা জামায়াতের আমির আবদুল জব্বার ও ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মুহাম্মদ কামাল হোসাইন।