বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বৃক্ষ নিধন ও টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন

গাজীপুর সদর প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে বৃক্ষ নিধন ও টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রে নতুন ভবন (গবেষণাগার) নির্মাণে শতবর্ষী বৃক্ষ নিধন ও অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মূল ফটকের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রিভার এন্ড নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও শ্রীপুর সাহিত্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে মিশকাত রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফি কামাল, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ, পরিবেশবিদ নুরুজ্জামান মাস্টার, যায়যায়দিন ফেন্ডস ফোরাম গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন, শ্রীপুর এসআরটির সভাপতি জুবায়ের আহমেদ, নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাগর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে