বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে টিএমএসএস'র নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রধান উপদেষ্টার সঙ্গে টিএমএসএস'র নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিনি এ সাক্ষাৎ করেন।

বাংলাদেশের প্রথমসারির এনজিও যা মূলত নারী ও শিশু উন্নয়ন, মহিলা ক্ষমতায়ণের লক্ষ্যে স্বনির্ভর আদলে জন্ম হয়ে অব্যহৃত সম্পদ, বেকার জনগণের দ্বারা ব্যবহার করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের কর্ম এরিয়া বৃহত্তর বগুড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পলস্নী কর্মসহায়ক ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সামাজিক বাণিজ্যের উদ্ভাবক, বাংলাদেশের একমাত্র নবেল লরিয়েট যিনি, তার প্রতিষ্ঠান থেকে দুইজন ঋণ কার্যক্রমে বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে টিএমএসএস'র সম্ভাবনা অনুভব করে লিয়েনে ন্যস্ত করাসহ টিএমএসএসকে বহুমুখী পৃষ্ঠপোষকতা করে আসছেন।

সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় সামাজিক বাণিজ্যের সুফল, নারী উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তা, অর্থ সহায়তা, অনুন্নয়ন ও উন্নত অঞ্চলের জন্য সুযোগ, পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার প্রস্তুত ও রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে