বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতি আহত ২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতি আহত ২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে ডাকাতরা দূরপালস্নার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় দুইজন। এ সময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। সড়কে টহল না থাকা ও গাংনী থানা পুলিশের নীরব ভূমিকায় ডাকাতি এবং ছিনতাই ঘটছে বলে মতামত ব্যক্ত করেছেন অনেকেই।

ডাকাতের কবলে পড়া বেশ কয়েকজন জানান, রাত তিনটার দিকে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতিকাজে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে