ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় সরকারি জমি অবৈধ দখল করে দোকানঘর নির্মাণ করার দায়ে একজনকে জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। অপরদিকে চট্টগ্রাম ও ঝালকাঠির নলছিটিতে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিলস্নার তিতাসের গৌরীপুর-হোমনা সড়কের যানজট নিরসনে বাতাকান্দি বাজারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় সরকারি জমি অবৈধ দখল করে দোকানঘর নির্মাণ করার দায়ে মো. এমরান নামের ১ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে ১ মাসের জেল ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন। জানা যায়- অভিযুক্ত ব্যক্তি মো. এমরান ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের আনুমানিক ১.৫ শতক সরকারি খাস জমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দিয়েছেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম বু্যরো জানান, মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন মেয়াদযুক্ত স্টিকার লাগিয়ে বিক্রি করে ভোক্তাধিকারের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা গুনতে হলো 'গাউসিয়া সুইটস'কে। এছাড়া নানান অপরাধে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার নগরের হালিশহরে ফইল্যাতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়াও অভিযানে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী গ্রামের মেসার্স রায় মেডিকেল হল, স্বত্বাধিকারী বাদল রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি। রোববার বেলা সাড়ে এগারটায় ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। এ সময় অভিযানে তার সঙ্গে ছিলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজা আক্তার ও নলছিটি থানা পুলিশের একটি টিম।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসের গৌরীপুর-হোমনা সড়কের যানজট নিরসনে বাতাকান্দি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মিলন চাকমা। একাধিকবার তাগাদা দেওয়ার পরও ফুটপাত থেকে দোকান না সরানোর কারণে ৫ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।