শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাণীনগরে হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

তিন জেলায় আরও ১১ জন আটক
স্বদেশ ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
রাণীনগরে হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার
রাণীনগরে হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে হত্যা মামলার আসামি ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার, হবিগঞ্জের মাধবপুর ও লক্ষ্ণীপুরের রামগতিতে বিভিন্ন অপরাধে ১১ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৫০), দেলোয়ারের স্ত্রী রওশনারা (৪০), মেয়ে হেলেনা বিবি (৩৫), ছেলে নাইম ইসলাম (২০) ও জুয়েল হোসেনের মেয়ে জেমি আক্তার (১৯)। আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে একটি লুটপাটের মামলার সন্দিগ্ধ আসামি রুপ মিয়াসহ (৪৫) ছয় আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদি এলাকার আমজাদ হোসেনের ছেলে রুপ মিয়াকে (৪৫) উপজেলার পাঁরুখি এলাকার একটি লুটপাটের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া অপর একটি মামলার তালিকাভুক্ত আসামি জহিরুলসহ (৩৫) ওয়ারেন্টভুক্ত অপর তিন আসামিকে গ্রেপ্তার করেছে। অপর তিন আসামিরা হলো- বেনু মিয়া, মো. আবু তৈয়ব সুরুজ মিয়া। তাছাড়া মো. নাইম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের প্রত্যেকের বাড়ি আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায়।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ সেলিম মিয়া (২৭) ও রুবেল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে হরষপুর (তেলিয়াপাড়া ফাঁড়ির) এসআই বুলবুলসহ একদল পুলিশ পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে তলস্নাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭) ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। রোববার সকাল ৬টার দিকে গাঁজাসহ পিকআপ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- রামগতি পৌরসভার সবুজগ্রামের আবুল কালাম আজাদের ছেলে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান হোসেন রাকিব, সমবায় গ্রামের ইকবাল হোসেনের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম রিয়েল এবং শ্যামলগ্রামের মো. কাজলের ছেলে মো. রিয়াদ। তবে রিয়াদের দলীয় পরিচয় পাওয়া যায়নি। রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, লক্ষ্ণীপুর সদর থানায় দায়েরকৃত পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে