শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
হাটহাজারীতে স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে স্পিডব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়ার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী -যাযাদি

চট্টগ্রামের হাটহাজারীতে নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে স্পিডব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, ব্যবসায়ী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার সকাল ১১ টার দিকে নন্দীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এ সড়কের উভয় পাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক লাগোয়া লোকনাথ মন্দির, এশিয়া ফোর এইচ গার্মেন্টস, লিঙ্গারি গার্মেন্টসসহ ১০ থেকে ১২টি ফ্যাক্টরী রয়েছে। প্রতিদিন হাজার পথচারী এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হন। স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। গত মাসের ২৪ তারিখ এবং আড়াই মাস আগে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় দুইজন প্রাণ হারান। তারা পথচারীদের নিরাপত্তায় অনতিবিলম্বে স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ হক, নন্দীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনাম, বায়েজীদ থানা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী শিমুল দে, এলাকাবাসীর পক্ষে মো. সোহেল, মো. আলাউদ্দিন, তারেকুল ইসলাম রাজিব, জাহাঙ্গীর আলম, শাহাদাত ইসলাম বুলবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে