অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, 'কাঙ্ক্ষিত সংস্কার করে রাষ্ট্রকে নির্বাচনের দিকে ধাবিত করুন। আমরাও সংস্কার চাই; জনগণের প্রত্যাশা পূরণ করুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে লাফিয়ে বাড়ছে, বিগত সরকারের সময় সিন্ডিকেট ছিল। কোথায় সিন্ডিকেট হচ্ছে, আমরা সহযোগিতা করব। কিন্তু কেন সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকার কেন জানি চোরাবালির পথে হাঁটছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যারা এর সঙ্গে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রম্নত ব্যবস্থা গ্রহণ করুন।'
গত শনিবার বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যরা বক্তব্য দেন।