ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) যাত্রা শুরু করল 'আইএসইউ ল সোসাইটি'। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে আইএসইউ ল সোসাইটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
এ সময় তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় আগামীর জন্য প্রস্তুত হচ্ছে আইএসইউ'র আইন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের আইন পেশার জন্য পেশাদারিত্বের সঙ্গে গড়ে তুলতে আইএসইউ ল সোসাইটিকে কাজ করার পরামর্শ দেন তিনি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, রেজিস্ট্রার ফাইজুলস্নাহ কৌশিক, আইন বিভাগের চেয়ারপারসন রাশেদ আহমেদ, আইএসইউ ল সোসাইটির মডারেটর ও সিআরডিপির পরিচালক মাহবুবুর রহমান ও আইন বিভাগের শিক্ষার্থীরা।