শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

'দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় শাসন ক্ষমতায় যোগ্য লোকের প্রয়োজন'

চট্টগ্রাম বু্যরো
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
'দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় শাসন ক্ষমতায় যোগ্য লোকের প্রয়োজন'

'দেশে শান্তিশৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতায় সৎ, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন'- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া রাহাত্তারপুল সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশটি ওয়ার্ড সভাপতি মাওলানা জাকের উলস্নাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- বাকলিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ড আমির মুহাম্মদ কামাল হোসাইন, বাকলিয়া থানা কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সেক্রেটারি ওয়াহিদুল কাদের চৌধুরী, বিএম সম্পাদক ইকরামুল হক। সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা এসএম ইয়াছিন, নুরুল হোসাইন, সায়েদুল ইসলাম, শফিকুল ইসলাম, অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, মাওলানা ওসমান গনি, মাওলানা কোরবান আলী, মাওলানা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে