ভোলার মনপুরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
শনিবার বিকালে ভোলার মনপুরা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ, গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামস উদ্দিন বাচ্চু চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন মফিজুর রহমান মিলন মাতাব্বর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিএমএইচ হাসপাতালের সাবেক চিফ সার্জন বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল মতিন, নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি বিএসএল গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহেদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল ছাত্তার বাবুল ও বিদু্যৎ বিভাগের প্রকৌশলী মো. ইউসুফ।