পাবনার আটঘরিয়ায় মাত্র দেড় কিলোমিটার রাস্তা পাকা না করায় দুর্ভোগে পড়েছেন ছাত্র-ছাত্রীসহ ওই এলাকার প্রায় সহস্র্রাধিক মানুষ। উপজেলার চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামের আলেপের বাড়ি থেকে নাগদা স্কুল পর্যন্ত দেড় কি. মি. রাস্তাটিতে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারিরা।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দেয়। কিন্তু বিজয়ের পর রাস্তা পাকা আর হয় না। এভাবেই চলছে বছরের পর বছর।
দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে এলাকার মানুষের হাটবাজারে যেতে ও কৃষি পণ্য বেচাকেনায় সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা না থাকায় আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কেউ অসুস্থ হলে রাস্তার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। স্থানীয় লোকজনকে উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করতেও অন্তত ৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। দুর্ভোগ লাঘবে এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পাকাকরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।