রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
দুর্গাপুরে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী আবু সুফিয়ানসহ অন্যদের ওপর ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার বিকালে ওই ইউনিয়নের বিএনপি নেতা আলাল মিয়া গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন আবু সুফিয়ানসহ অন্য ভুক্তভোগিরা।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরে আবু সুফিয়ান বলেন, গত শনিবার বিকালে কুমুদগঞ্জ বাজারে বিএনপির ইউনিয়ন দলীয় কার্যালয়ে আমাকে ডেকে নিয়ে যান এলাকার নুরুল ইসলামের ছেলে বিএনপি নেতা আলাল মিয়া, মো. জলিল মিয়া, মো. কাজল মিয়াসহ আরও ৬-৭ জন। এরপর তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চিৎকার করলে আমার ভাই মাওলানা আবুল হোসাইন এবং ভাতিজা মনিরুজ্জামান বাবু এসে রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে