নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রম্নতার জেরে মুরাদ হোসেন (২৭) ও মাছুম (২৮) নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত রোববার উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ড বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছেলে মুরাদ হোসেন ও তার ভাতিজা মাছুম মিয়া বিরাবো এলাকারর্ যাংকস কোম্পানির বস্নক ফ্যাক্টরির ভেতরে যান। পূর্ব শত্রম্নতার জেরে বিরাবো এলাকার মৃত শাহাজাদা ওরফে শাহার ছেলে হাবিবুর ও নাবিবুরের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ১৮ থেকে ২০ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।