সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে লিগ্যাল নোটিশ

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়ে এক আইনজীবী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বাস মালিকদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বুধবার সকালে মুহাম্মদ শামছুল ফারুক নামে নোয়াখালী জেলা জজ আদালাতের এক আইনজীবী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলন করে জানান।

জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিআরটিএ, নোয়াখালীর সহকারী পরিচালক ও বিভিন্ন পরিবহণের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ শামছুল ফারুক বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকার দূরত্ব ১৬২ কিলোমিটার। দূরত্ব অনুযায়ী এ রুটে বিআরটিএ নির্ধারিত বাস ভাড়া ৪৪৯ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে বাস মালিকরা আদায় করছেন ৫০০ টাকা। এটি বেআইনি হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

লিগ্যাল নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার পাশাপাশি এতদিন বাড়তি ভাড়া আদায়ের অপরাধে বাস মালিকদের জরিমানা হিসেবে আগামী এক বছরের জন্য নির্ধারিত ভাড়া ৪৪৯ থেকে কমিয়ে ৪০০ টাকা করে নেওয়ার নির্দেশ প্রদানের দাবি জানান এ আইনজীবী।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, 'লিগ্যাল নোটিশের বিষয়ে জানা নেই। তবে অতিরিক্ত বাস ভাড়া আদায় সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে