দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদের এক যুগপূর্তি উপলক্ষে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ অডিটোরিয়ামে এ কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কবি পদযাত্রা, তথ্য ও চিত্র প্রদর্শন ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। কবিতা সংসদের সভাপতি আব্দুল মজিদ খোন্দকারের সভাপতিত্বে ও কবি সিকতা কাজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রব শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ) ওমর ফারুক, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, আতিকুর রহমান মিঠু, সভাপতি কবি ইসলাম রফিক, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মোনওয়ার তালুকদার, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার এফএভিপি ম্যানেজার এএসএম রবিউল ইসলাম, কবিতা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, আফজাল হোসেন খন্দকার। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে আগত কবিরা উপস্থিত ছিলেন।