শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের 'দামোদর মাস' পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের 'দামোদর মাস' পালিত

বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বী লোকজন 'দামোদর মাস' পালন করছেন। উপজেলা সদরের মহাশ্মশান কালীবাড়ি এলাকায় বোরাইপাড়া, ফেঁপিড়া গ্রামসহ সনাতন ধর্র্মাবলম্বী ভক্তরা দামোদর মাস পালন করেন। সনাতন ধর্মমতে দাম অর্থ দড়ি এবং উদর মানে পেট। মা যশোদা ভগবান শ্রী কৃষ্ণকে শিশু অবস্থায় দুষ্টুমির জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সে সময় ধনপতি কুবেরের দুই ছেলে নলকুবের ও মনিগ্রীব পাপ কর্মের জন্য নারদমণির অভিশাপে গাছে পরিণত হন। দামোদর মাসে ভগবান শ্রী কৃষ্ণের স্পর্শে তারা গাছরূপ হতে মুক্ত হয়ে আগের অবস্থা ফিরে আসেন। এ দামোদর মাসে সনাতন ধর্মাবলম্বীর নারী ও পুরুষরা প্রতিদিন সকালে স্নান করে পরিচ্ছন্ন কাপড় পরে খোল, করতাল ও হারমোনিয়াম বাজিয়ে ভগবানের নাম কীর্তন করে তাদের বসবাসরত এলাকা প্রদক্ষিণ করেন। উপজেলার ফেঁপিড়া গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র দাস বলেন, 'দামোদর মাসে সকল নিয়ম মেনে যারা ব্রত পালন করেন তাদের আমিষ খাওয়া নিষেধ রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে