শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফ্রান্সের বিশেষ প্রতিনিধি দল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফ্রান্সের বিশেষ প্রতিনিধি দল

ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত রোববার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার ও ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করে। এ সময় তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান। প্রতিনিধি দলটি রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সঙ্গে মতবিনিময় করে এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হয়। দলের সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথাও শোনেন। পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি ডাবিস্নউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করে এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেয়। এছাড়াও ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়ে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর, আইওএম, ডবিস্নউএফপিসহ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে