পরিচিতি সভা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান। জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমিনুর ইসলাম আমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস আলী, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রাসেল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আছলাম জরদারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল রানা ছানবী।
ক্রিকেট টুর্নামেন্ট
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য-সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাড. আবুল কালাম আকন। প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে।
আলোচনা সভা
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট শিশু ডা. মো. মনোয়ারুল ইসলাম, জুনিয়র ডা. এম আর রেজা, সদর হাসপাতালের ডা. আবুল কাশেম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বাদআছর সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম কাউন্সিলরের সভাপতিত্বে এবং ঘোষিত উপজেলা বিএনপির সদস্য-সচিব মো. জাফর ইকবাল হিরকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য-সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সদস্য-সচিব সাইদুল ইসলাম বুরুজ প্রমুখ।
জনসভা অনুষ্ঠিত
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফা দাবি বাস্তবায়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রহমান ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, আহ্বায়ক উৎবাতুল বারি আবু।
যৌথ সভা
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখায় পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের আওতায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি-৩য় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফাকা সদর দপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহারীন সুলতানা, সহকারী প্রকল্প পরিচালক অঞ্জনা রানী ঘোষ। সভায় ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সাধারণ সভা
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ের অন্যতম জোন সাতকানিয়ার কেরানিহাটে হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ফরহাদ উদ্দিন। হসপিটালের (এমডি) ডা. বিধান ধরের সভাপতিত্বে ও মার্কেটিং ডিরেক্টর কামাল উদ্দিন এবং ডিরেক্টর আবু বক্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এম নাসিমুজ্জামান, হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. কামরুল হাসান প্রমুখ।
বীজ বিতরণ
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রিমিয়াম কোয়ালিটি ধান প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ এবং ধান বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চৌকিবাড়ী গ্রামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ডক্টর মো. আব্দুল লতিফ। চৌকিবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা আকতার ও ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার।
লিফলেট বিতরণ
ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উলানিয়া বাজারে পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের রুবেল হাওলাদার, জহিরুল ইসলাম, সুকুমার মালাকার, দেলোয়ার হোসেন, মাসুদ কাজীসহ আরও অনেকে।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে মাজেদা খাতুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। শুক্রবার সকালে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, ইউপি চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী, পীরগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মুফতি তমিজউদ্দীন, উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা মামুনুর রশিদ, মুফতি ওমর ফারুক, পীরগঞ্জ মহিলা মাদ্রসার প্রতিষ্ঠাতা আমানুলস্নাহ প্রমুখ।
মেধা বৃত্তি পরীক্ষা
ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপের পূর্ব অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগতা পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হকের নামকরণে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সন্দ্বীপ পাবলিক হাইস্কুলে অনুষ্ঠিত পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম। কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সভাপতি ইউএনও রিগ্যান চাকমা, এসিল্যান্ড অংছিং মারমা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভা
ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার নাঙ্গলকোটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫নং রায়কোট দক্ষিণ ইউপি বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে তুলতলী উচ্চবিদ্যালয় মাঠে সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া (মিনু) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্র দল সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল মমিন সবুজ, ৫নং ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা নিজাম উদ্দিন নেছার, ইজাজ, ছাত্রদল নেতা শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন ও আজগর প্রমুখ।
অফিস উদ্বোধন
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ভুঁইয়াগাতী আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার সভাপতি রুহুল আমিন জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আমির মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির মো. হোসাইন আলী, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ, ঘুড়কা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হেদায়েতুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভা
ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বুড়িচং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বুড়িচং উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান ও প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার।
ক্রিকেট টুর্নামেন্ট
ম স্টাফ রিপোর্টার, নড়াইল
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের তারুণ্য উৎসব- ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ৮-দলীয় অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। ক্রীড়া সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শামীম সিকদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মিলন কুমার ঘোষ, সহকারী সম্পাদক মো. হেমায়েতুল হক হিমু প্রমুখ।
লিফলেট বিতরণ
ম গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। এ সময় নেতারা বলেন, দ্রম্নত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভা
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীলসমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা শেফাউল হক।
দীক্ষা অনুষ্ঠান
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
\হঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উপজেলা স্কাউটসের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুলস্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম স্বপন, জেলা স্কাউটস লিডার ইকবাল হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ত্রিবার্ষিকী নির্বাচন
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাবরেজিস্ট্রি অফিস কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে রাত সাতটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন আহ্বায়ক মফিজ উদ্দিন ও সদস্যসচিব জয়নাল আবেদীন।
প্রস্তুতি সভা
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে আগস্ট-সেপ্টেম্বরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদান প্রকল্পের কার্যক্রম ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। কারিতাস বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুপাঞ্জলী কর ও সমবায় অফিসার মো. ওমর ফারুক।
মাঠ দিবস
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়নে জয়াখালী দক্ষিণপাড়ায় স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল আমন ধান বিনা-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা। কৃষাণী মাহমুদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ কৈখালী স্টেশন কর্মকর্তা সরজ কুমার দ্বীপ প্রমুখ।