বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বাইশারীতে বিএনপি'র জনসচেতনতামূলক সমাবেশ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
বান্দরবানের নাইক্ষংছড়িতে বিএনপি'র উদ্যোগে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত -যাযাদি

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে জনসচেতনতামূলক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক জিয়ার দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শুক্রবার বিকালে বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, 'আ.লীগ সরকার থাকাকালীন ওলামাদের নির্যাতন, বিরোধী দলের নেতা কর্মীদের মামলা, গুম, খুনের ঘটনা ও অবৈধ কর্মকান্ডের জন্য আ.লীগ এখন পরিচয় দিতে লজ্জা পায়।'

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উলস্নাহ চুট্টু, সাধারণ সম্পাদক আব্দল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার।

সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলতান আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুছ, সদস্য সচিব জহির আহমেদ, দোছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ আয়াছ, সদস্য সচিব নুরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সোফিয়ান চৌধুরী, সদস্য সচিব আবু কায়ছার, আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুল হক, প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে