বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

রাজবাড়ী পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজবাড়ী পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ী পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল। গত সোমবার রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্যসচিব কামরুল আলম এ কমিটির অনুমোদন দেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, 'গত ৪ জুন রাজবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তোফাজ্জল হোসেন মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ খালেক পাভেল। সম্মেলনের প্রায় ৫ মাস পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।'

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি হাসমত আলী খান, ডা. আকরাম হোসেন চৌধুরী টোকন, শহিদুল ইসলাম শহীদ, কাজী আব্দুস শহীদ রতন, রইস উদ্দিন ডিউক, আশরাফুল আলম, আব্দুল হক, প্রভাষক ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান, নজরুল ইসলাম খাঁন, যুগ্ম সম্পাদক আেব্দুর রব, মেহেদী হাসান বাপ্পি, তানজিম জুবায়েদ নিশান, এস এম জান্নাতুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক এম এ তারেক, প্রচারক প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মহিলাবিষয়ক সম্পাদক তানজিমা খাতুন, সহমহিলা বিষয়ক সম্পাদক হীরা রানী সাহা, পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান হাবীব বাবু, যুব সম্পাদক মনজুরুল চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে