বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ডামুড্যায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
ডামুড্যায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ডামুড্যায় নজরুল ইসলাম মোলস্নার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 'নজরুল ইসলাম একজন নীরহ মানুষ। তার সঙ্গে এলাকার কারও বিবাদ নেই। তাকে এসএস পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

মানববন্ধনে নজরুলের ছেলে ফারুক, শিপন এবং নাসিরসহ এলাকার দুই শতাধিক মহিলা ও পুরুষ উপস্থিত ছিল।

উলেস্নখ, গত বৃহস্পতিবার সকালে চর ভয়রা গ্রামে সোনার চেইনকে কেন্দ্র করে সালামত সরদার ও মিয়া চান তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়ান। এ সময় প্রতিবেশী নজরুল থামাতে গেলে পাইপের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, 'এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে