রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার গরিব শীতার্তদের জন্য বরাদ্দকৃত শতাধিক কম্বল এখনো পড়ে রয়েছে পৌরসভার গুদামে। গত বছরের শীতে হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা থাকলেও সাবেক মেয়র নজরুল ইসলম মন্ডল কম্বলগুলো বিতরণ সম্পন্ন করেননি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পৌরসভার কর্মচারীরা ও স্থানীয়রা গরিবের কম্বল বিতরণ না করা নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টির খোঁজ নিতে গেলে গোয়ালন্দ পৌরসভার প্রধান সহকারী ফজলুল হকের কক্ষে গেলে দেখা যায় বেশ কিছু কম্বল স্তুপ করে রাখা আছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে প্রধান সহকারী ফজলুল হক জানান, সদ্য ক্ষমতাচু্যত মেয়র একজন কাউন্সিলরকে এ কম্বল বিতরণের দায়িত্ব দিয়েছিলেন।
কিন্তু তিনি কম্বলগুলো বিতরণ করেননি। তাই গত বছরের এই কম্বলগুলো গুদামেই পড়ে ছিল। বর্তমান প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি জেনে কম্বলগুলো বের করার কথা বলেছেন। তাই এগুলো বের করেছি।
\হগোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বিষয়টি জানতে পেরে কম্বলগুলো বিতরণের উদ্যোগ নিয়েছি।