ব্রাহ্মণবাড়িয়ায় জীবন ফাউন্ডেশন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শহীদ পলুর কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার সন্ধ্যায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. জেড. এম আরিফ হোসেন।
জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আহসান উলস্নাহ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, জাসদ নেতা অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র পিতা মীর মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ প্রমুখ।